মুরারই ১: বিধায়ক এর প্রচেষ্টায় অবশেষে পেল সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকার চেক
মুরারই বিধানসভার অন্তর্গত এদরাকপুর রবিদাস পাড়া সর্বজনীন দুর্গা মন্দির ক্লাবকে দুর্গা পুজোর সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকার চেক প্রদান করা হলো। এদিন ছয় নভেম্বর বৃহস্পতিবার বিকেলের দিকে আনুষ্ঠানিকভাবে সরকারি অনুদান টি তুলে দেওয়া হয় ক্লাবের সদস্যদের হাতে। জানা গিয়েছে, দুর্গাপুজোর আগে এই ক্লাব আবেদন করেন সরকারি অনুদানের জন্য, তবে কিছু জটিলতা থাকার কারণ দূর্গা পূজার সময় তারা সরকারি অনুদান পায়নি, পরে মুরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশারফ হোসেনের প্