মুরারই ১: রাস্তায় লাগলো যানজট দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স, বিকল্প রাস্তা দাবি স্থানীয়দের
নেই বিকল্প রাস্তা, একবার রেলগেট বন্ধ হলে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় বিভিন্ন যানবাহন থেকে অ্যাম্বুলেন্স। রেল গেট খোলা হলে লেগেজাই রাস্তায় যানজট। ঘটনাটি বীরভূমের শেষ প্রান্ত রাজগ্রাম রেলগেটের। বিকল্প রাস্তার দাবী স্থানীয়দের।এদিন 4 নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সেই যানজটের চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়।