নলহাটি ২: শীতলগ্রামে বারো হাতের কালি প্রতিমার অভিনব বিসর্জন, ভদ্রপুরে মহাধুমধাম করে কালির বিসর্জনের শোভাযাত্রা বের হয়
শীতলগ্রামের ২৫ বছরের পুরনো বারো হাতের কালী প্রতিমার বিসর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে মা কালীকে শোভাযাত্রার মাধ্যমে পুকুরে বিসর্জন করা হয় না। ছোট সাবমার্সিবল পাম্পের মেশিন দিয়ে পাইবের মাধ্যমে জল দিয়ে মাকে স্নানের মাধ্যমে বিসর্জন করা হয়।অভিনব এই বিসর্জন দেখতে গ্রামবাসীরা ভিড় জমান। এ বিষয়ে ক্লাবের এক উদ্যোক্তা কি জানালেন শুনুন। অপরদিকে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ভদ্রপুর গ্রামে কালি প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের করা হয় মহা ধুমধাম করে।