বারাসাত ১: দত্তপুকুরে মূক ও বধির নাবালিকা ধর্ষণের প্রতিবাদে দত্তপুকুরে বিক্ষোভ সমাবেশ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মীদের
উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর থানার অন্তর্গত কোটরা অঞ্চলের খোরকি গ্রামে এক মুখ ও বধির মানসিক ভারসাম্যহীন নাবালিকার ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ দত্তপুকুর গঙ্গাপুর চৌমাথা থেকে দত্তপুকুর থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা গত কুড়ি অক্টোবর দত্তপুকুর থানা অন্তর্গত অঞ্চলের খর