আরামবাগ: দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না,ফের বন্ধ হল আরামবাগের রামকৃষ্ণ সেতু উপর দিয়ে যান চলাচল,হেঁটে পেরলেন সাংসদ
দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না,ফের বন্ধ হল আরামবাগের রামকৃষ্ণ সেতু উপর দিয়ে যান চলাচল।চরম সমস্যায় সাধারণ মানুষ।জানা গেছে,আগস্ট মাসে বিপর্যয়ের পর প্রায় আড়াই মাস বন্ধ ছিল সেতু দিয়ে ভারী যান চলাচল।কয়েকদিন আগে স্বাভাবিক হলেও ভার পরীক্ষার জন্য শনিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হলো সেতুর উপর দিয়ে যান চলাচল।চরম দুর্ভোগে পরে ক্ষোভ উপরে দিচ্ছেন সাধারণ মানুষ।নিজের কর্মসূচিতে বেরিয়ে হেঁটে সেতু পাড় হন আরামবাগের সাংসদ।তিনি বলেন ভালো জিনিস হতে একটু সময় লাগে।