কুলতলি: ১১ নম্বর জালাবেড়িয়ায় ২৪ দলের কবাডি খেলা দেখতে ভিড় জমিয়েছেন কচিকাঁচারা
সুন্দরবন লাগোয়া কুলতলীর ১১ নম্বর জালা বেরিয়ায় ২৪ দলের কবাডি খেলা গ্রামবাসীদের উদ্যোগে ক্লাব সংগঠনের ব্যবস্থাপনায়। আর যা দেখতে দূর দূরান্ত থেকে কচিকাঁচাদের ভিড়। প্রতি বছরের ন্যায় এমনই কবাডি খেলা দেখতে মানুষের ভিড়। আর সেই চিত্র আপনারা দেখছেন আমাদের প্রতিনিধির ক্যামেরায়।