বরজোড়া: sir ভোট রক্ষা শিবির কাজকর্ম দেখে দলকে রিপোর্ট দেবেন মন্ত্রী মানস ভূঁইয়া, উপস্থিত বড়জোড়া বিধায়ক, ব্লক তৃণমূল সভাপতি
আট দিন ধরে বাঁকুড়া, পুরুলিয়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় SIR 'বাংলা ভোট রক্ষা শিবিরের' কাজকর্ম দেখে বৃহস্পতিবার রাতেই দলকে রিপোর্ট দেবেন মন্ত্রী মানস ভূঁইয়্যা ।এদিনের কর্মসূচীতে মানস ভুঁইয়্যা ছাড়াও বিধায়ক অলোক মুখার্জী, দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীদাস মুখোপাধ্যায়, দলনেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিল