ময়না: দক্ষিণহরকুলি গ্রামে BJPর মন্ডল ২ এর মনকিবাত কর্মসূচিতে লক্ষীর ভান্ডার না পাওয়ায় হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি
BJP র মন্ডল ২ এর উদ্যোগে দক্ষিণহরকুলি গ্রামে ১২৮ তম মন কি বাত কর্মসূচি শুনতে উপস্থিত হন দলীয় নেতৃত্বরা কর্মী সমর্থকরা,এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক সম্রাট সামন্ত সুজিত বেড়া রবীন্দ্রনাথ মুখার্জি গৌতম গুরুসহ অন্যান্য নেতৃত্বরা |কর্মসূচীর শেষে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু লক্ষ্মীর ভান্ডার না পাওয়া নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন |