রামনগর ১: "দীঘা হাসপাতালে সদ্যোজাত শিশু গলায় নাড়ি পেঁচিয়ে মৃত্যু,গাফিলতির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে" বললেন হসপিটাল সুপার
শ্রদ্ধাতে শিশু মৃত্যুকে দীঘা স্টেট জেনারেল হসপিটালে গতকাল তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে হসপিটাল সুপার সন্দীপ বাগের কাছে অভিযোগ জানানো হয় তিনি বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, জানা গিয়েছে গতকাল রামনগরের কঙ্কনেশরের বাসিন্দা রঞ্জিত সেনাপতি স্ত্রী দেবী সেনাপতি গত ৪ নভেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে হসপিটালে ভর্তি হন। পরিবারের অভিযোগ চার দিন হসপিটালে ভর্তি থাকলেও চিকিৎসার গাফিলতিতে মৃত বাচ্চার প্রসব করান।