শীতের তীব্রতা বাড়তেই অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন দুর্গাপুর বিধাননগরের সমাজসেবী বব সেনগুপ্ত। মানবিকতার হাত বাড়িয়ে তিনি বুধবার দুপুর দেড়টায় বিধাননগরের ডিডিএ মার্কেটের সামনে প্রায় ৪০০ দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন। শীতের রাতে গরমের সামান্য স্পর্শ পৌঁছে দিতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি।