কাঁকসা: দম থাকলে নিজে দল করে লরুক,কাঁকসায় হুমায়ুন কবিরকে কটাক্ষ BJP নেতা দিলীপ ঘোষের
দম থাকলে নিজের দল করুক।হুমায়ুন কবিরের দল বদল নিয়ে কাঁকসা থেকে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।কাঁকসার বাঁন্দরা এলাকায় সনাতনী ঐক্য মঞ্চের ডাকে বুধবার সকালে চা চক্র ও পথসভা অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।সকালে স্ত্রীকে নিয়ে প্রাতঃভ্রমন সেরে সভায় যোগ দেন।সভামঞ্চ থেকে তিনি তৃণমূল সরকার, দলবদল রাজনীতি ও মুসলিম সমাজের উন্নয়ন প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন।