মানিকচক: বাঁধ ভেঙ্গে প্রবল বিপদে ভূতনি, মানিক নগরে জলের তীব্র দাপটে ভেঙে গেল যোগাযোগের রাস্তা
যত সময় যাচ্ছে তত বিপদের সম্মুখীন হচ্ছে ভূতনীর মানুষ। মানিকনগর ও ওয়াহেদুল্লাটোলা গ্রামের মাঝে যোগাযোগের জন্য থাকা বাসের সকল জলের তীব্র দাপটে ভেঙে গেছে। পাশাপাশি এলাকার যে রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের যোগাযোগের রাস্তার উপর দিয়ে তীব্র গতিতে বয়ে যাচ্ছে গঙ্গার জল। আর এতেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হচ্ছে। বন্যার তীব্র দুর্যোগের সম্মুখীন লক্ষাধিক মানুষ।এই সমস্ত এলাকার পরিবারগুলির বাড়িতে জল ঢুকে যাওয়ায় সমস্য।