কাঁকসা: পিরু খান ফ্যান ক্লাবের উদ্যোগে এক রাত্রি ব্যাপী শর্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন দানবাবা ময়দানে
তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এক রাত্রিব্যাপী শর্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় কাঁকসা দানবাবা ময়দানে।এদিন এই প্রতিযোগিতার সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ পিরু খাঁন, এছাড়াও ছিলেন জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস,কাঁকসা পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা,উপপ্রধান নাসিম হায়দার মল্লিক,ত্রিলোকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি,উপ প্রধান প্রসেনজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা ও ক্রীড়া প্রেমী মানুষরা।