ফরিদপুর দুর্গাপুর: SIR আতঙ্কে ঘরছাড়া দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের তালতলা বস্তির অধিকাংশ পরিবার, প্রায় ৬০ শতাংশ বাড়িতে তালা বন্ধ
উধাও
SIR আতঙ্কে ঘরছাড়া দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের তালতলা বস্তির অধিকাংশ পরিবার। প্রায় ৬০ শতাংশ বাড়িতে তালা বন্ধ। উধাও হয়ে গেছে পুরনো লোহা টিনের সামগ্রী ক্রেতারা। যাদের সাধারণত ভাঙাড়ি বলা হয়ে থাকে।এই সব ভাঙাড়িদের আস্থানা প্রান্তিকা বাসস্ট্যান্ড সংলগ্ন তালতলা বস্তি। একাধিক ঘর তালাবন্ধ। রাস্তার ধারে তাদের সাইকেল ভ্যানগুলির চাকায় চেন দিয়ে তালাবন্ধ করে রাখা রয়েছে। সার শুরু হতেই ভাঙাড়িরা ঘরে তালা বন্ধ করে উধাও হয়ে গেল কেন ?