ব্যারাকপুর ২: শ্রমিক মালিক অসন্তোষে বন্ধ হয়ে গেল টিটাগড় লুমটেক্স জুট মিল
চলতি মাসের ২৩ অক্টোবর কাঁচামালের অভাবে কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছিল জুট মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে টিটাগড় লুমটেক্স জুট মিল কিন্তু ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর মধ্যস্থতায় ফের ২৪ শে অক্টোবর সকাল থেকে শুরু হয় জুট মিলে উৎপাদন কাজে শ্রমিকরা কিন্তু বৃহস্পতিবার সকালে মালিক এবং শ্রমিক পক্ষের অসন্তোষে জেনে ফের বন্ধ হয়ে যায় টিটাগড় লুমটেক্স জুট মিল। শ্রমিকরা বিধায়ক রাজ চক্রবর্তীর কাছে তাদের সমস্যার কথা তুলে ধরতে ভিড় জমান টিটাগড় পৌরসভায় পৌর প্