বিহারে ভোটে NDA ঝড়, আনন্দে বিজয় উল্লাস বারাসাতের বিজেপি কর্মী সমর্থকদের বিহার বিধানসভার ভোটের ফলাফল এনডিএ বিপুল সংখ্যার আসনে এগিয়ে আছে। যার জেরে পশ্চিমবাংলার বিজেপির সমর্থকদের মধ্যে অনেকটাই উৎসাহ দেখা যাচ্ছে। কারণ আগামী বছর পশ্চিমবাংলায় বিধানসভা ভোট রয়েছে। বিহার ভোটে ফলাফল এনডিএ'র পক্ষে যাবার খুশিতে আজ উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতে বারাসাত সংগঠনিক জেলার বিজেপির কর্মী সমর্থকেরা আনন্দে বিজয় উল্লাসে মাতলো। আজ দুপুর ১২ঃ৩০ নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদ