সবং: মোবাইলে গেম খেলায় বাড়ির বকুনি, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক, বড়চাহারা এলাকার ঘটনা
মোবাইলে গেম খেলায় খোওয়া গেল ৫০ হাজার টাকা।তার পরেই বাড়ির বকুনি, তারপরেই বাড়ির পাশের এটি জঙ্গলে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো যুবক।ঘটনাটি ঘটে যে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বড়চাহারা এলাকায়। ঘটনায় রীতিমতো ছোট গোল পড়ে যায় এলাকায়। গতকাল দুপুরের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে সবং থানার পুলিশ এসে মৃতদে উদ্ধার করে নিয়ে যায়। শনিবার দুপুর দুটো নাগাদ খড়গপুর মহাকুমা হাসপাতালে মৃতদেহ পাঠায় ময়না তদন্তের জন্য।