বালি-জগাছা: বালি চৈতল পাড়ায় বি এল ও কে হেনস্তা
আজ থেকে শুরু SIR ফ্রম বিলি বালি চৈতল পাড়ায় BLO বন্দনা চৌধুরী বাড়ি বাড়ি ফ্রম বিলির সময় সিপিআইএমের অভিযোগ তাদের এজেন্টকে ধাক্কাধাক্কি করা হয়েছে এবং SIR সঙ্গে থাকতে বাধা দেওয়া বের করে দেয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ সিপিএম সমস্ত মিথ্যা অপপ্রচার করছে এরকম কোন ঘটনাই ঘটেনি। এই নিয়ে উত্তেজনা তৈরি হয় চৈতল পাড়ায়।