কেশপুর: BDO অফিস অভিযান ও সিপিআইএম ডেপুটেশন
কেন্দ্রীয় সরকারের কাছে সঠিক কাজের হিসাব না দেওয়ার কারণে দীর্ঘ প্রায়ই দু বছর ধরে বন্ধ রয়েছে জব কার্ডের কাজ। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে পুনরায় যাতে জব কার্ডের কাজ শুরু করা যায়, এই মর্মে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) এর কাছে ডেপুটেশন দিল সিপিআইএম। মঙ্গলবার কেশপুর জামশেদ ভবন থেকে মিছিল করে BDO এর কার্যালয় পর্যন্ত বাম কর্মী সমর্থকেরা। মিছিল শেষে স্মারকলিপি তুলে দেন