খানাকুল ১: শীত পড়তেই ফুল গাছ লাগাতে আরামবাগে বাড়ছে মাটির টবের চাহিদা
শীত পড়তেই ফুল গাছ লাগাতে আরামবাগে বাড়ছে মাটির টবের চাহিদা।শীতের আগমনে ফুল প্রেমীরা এখন ব্যস্ত ফুলের বাগান সাজাতে।মূলত গাঁদা,পিটুনিয়া,ক্যালেন্ডুলা সহ নানা রঙের ফুলের চাষ হয়ে থাকে।এই মৌসুমে ফুল চাষের জন্য বেড়ে গেছে মাটির টবের চাহিদাও।জানা গেছে,আরামবাগে গত বছরের তুলনায় এবার চাহিদা আরও বেড়েছে।পরিবেশ সচেতনতা বাড়ায় মানুষ ধীরে ধীরে প্লাস্টিক বাদ দিয়ে মাটির টবের দিকে ঝুঁকছেন।২০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।