ময়নাগুড়ি: দলের নির্দেশে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী
দলের নির্দেশে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী। চেয়ারম্যান পদ ও কাউন্সিলর থেকেও ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী পদত্যাগ পত্র জমা করেছে সদর মহকুমা শাসকের দপ্তরে। শুক্রবার রাতে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দপ্তরে এসে অনন্তদেব অধিকারি তার পদত্যাগ পত্র জমা দেন। গত পরশুদিন জলপাইগুড়ি জেলার তিনটি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে রদবদল করে তৃণমূল কংগ্রেস। আর এতেই নাকি অপমানিত হয়েছেন অনন্তদেব অধিকারী।