বিহারে বিজেপির জয়লাভের পর কোচবিহার শহরে বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে উল্লাস ও মিছিল করা হয়। এরপরই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘুঘুমারি পানিশালা অঞ্চলের এক বিজেপি কর্মীর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। অভিযোগ গতকাল রাতে ওই বিজেপি কর্মীর বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।