রায়গঞ্জ: মহা ধুমধামের সাথে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপোতে উদযাপিত হোলো বিশ্বকর্মা পুজা, চলমান মডেল মুল আকর্ষন
মহা ধুমধামের সাথে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপোতে উদযাপিত হোলো বিশ্বকর্মা পুজা। বুধবার সন্ধ্যায় সংস্থার পুজা মন্ডপে গিয়ে দেখা গেলো মন্ডপে বিভিন্ন চলমান মডেল দিয়ে সাজানো আছে৷ পাশাপাশি উদোক্তারা জানান, প্রতিবছরেই তারা বিভিন্ন চলমাম মডেল দিয়ে পুজো মন্ডপ সাজিয়ে থাকেন। চলতি বছরে তাদের মন্ডপে অনেক বেশী দর্শনার্থীরা আসবেন বলে আশা করছেন তারা।