বারাবনী: রূপনারায়ণপুরের মেজলাডিতে এক বাড়িতে চুরি, তদন্তে পুলিশ
রূপনারায়ণপুরের মেজলাডিতে এক বাড়িতে চুরি, তদন্তে পুলিশ ফের চুরির ঘটনা ঘটলো আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত মেজলাডি গ্রামে, এনটিপিসি পাওয়ার গ্রিডের মেন গেট থেকে সামান্য দূরে বাড়ি মেজলাডি গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন আনসারীর গতকাল রাত্রে চোরেরা তার বাড়িতে প্রবেশ করে।যেই রুমে নিজামুদ্দিন বাবু নিজে ঘুমিয়ে ছিলেন সেই রুমে চোরেরা প্রবেশ করে আলমারি খুলে সোনার কানের দুটি দুল,নাকের,কিছু রুপার গয়না ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে চম্পট দেয়।নিজাম