সুতাহাটা: সুতাহাটার এক BLO র রাজনৈতিক যোগ নিয়ে সরব বিজেপি সুতাহাটা বিডিওর কাছে অভিযোগ দায়ের কটাক্ষ তৃণমূল
সুতাহাটার এক BLO র রাজনৈতিক যোগ নিয়ে সরব বিজেপি। ওই বিএলওকে সরাতে বিডিওর কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আনন্দময় অধিকারী। সুতাহাটার জয়নগর এলাকার ১০৭ নম্বর বুথের বিএলও সৌরভ বেরা তৃণমূল কংগ্রেসের সাথে সরাসরি যুক্ত। প্রাথমিক শিক্ষক সৌরভ বেরা বুথের প্রাক্তন যুব সভাপতি।সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শনিবার বিকেল চারটার সময় সংবাদপত্রের মুখোমুখি হয়ে বলেন বিজেপি মানুষের উন্নয়নের পাশে নেই ওই BLOতৃণমূলের কোনো পদে নেই।