মেদিনীপুর: মেদিনীপুর স্টেশন রোডের জল ট্যাংকের আউটলাইনের ওপর অবৈধ নির্মাণ! ভেঙ্গে গুড়িয়ে দিল পৌরসভা
মেদিনীপুর স্টেশন রোডের জল ট্যাংকের আউটলাইনের ওপর অবৈধ নির্মাণ। অভিযোগ পেয়ে শনিবার ভেঙ্গে গুড়িয়ে দিল মেদিনীপুর পৌরসভা। পৌর প্রধান কাউন্সিলর সহ আধিকারিকরা উপস্থিত থেকে তা ভেঙে নষ্ট করা হয়।