বারাসাত ১: ধেয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ মান্থা, আতঙ্কে দুশ্চিন্তায় ভুগছেন বামনগাছির কুলবেড়িয়ার জগদ্ধাত্রী পুজো উদ্যোক্তারা
হাতে মাত্র দুটো দিন বাকি, জগধাত্রী পুজোর তার আগেই জেলা জুড়ে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা, মঙ্গলবার সারাদিন সূর্যের আলো থাকলেও দুপুর গড়া তারা গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি দেখা মিলছে যার ফলে মন্ডপ শয্যার কাজে, বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে শিল্পীদের, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের বামনগাছি উলবেরিয়া অধিবাসীবৃন্দ যুব কল্যাণ সমিতির ২৮ তম বর্ষের জগধাত্রী