ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে হিমেল হাওয়ার ছোঁয়া — রাতের পারদ নেমে ১৯ ডিগ্রিতে, শীতের আগমন স্পষ্ট জেলার আকাশে
ধীরে ধীরে হালকা শীতের আমেজ ছড়াতে শুরু করেছে গোটা ঝাড়গ্রাম জেলাজুড়ে। রবিবার রাতে জেলার গড় তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে। দিনের শেষে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তেই বইতে শুরু করেছে ঠান্ডা হাওয়া, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে পারদ নামছে আরও নিচে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।বিশেষ করে ভোরবেলায় শিশির পড়া ও হালকা কুয়াশায় ঢেকে থাকা মাঠঘাট জানিয়ে দিচ্ছে, শীত এবার একেবারে দুয়ারে।