রাজারহাট: SIR -এর প্রসঙ্গ টেনে আজ সল্টলেকে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
SIR -এর প্রসঙ্গ টেনে আজ আবারও একবার মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সকাল ১১টা নাগাদ সল্টলেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ২৭ এ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদের কে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক- চমক দিয়ে আসছেন। বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত উনি আক্রমণ চালিয়ে গেছেন।