নলহাটি ১: দশমীর পুজো এবং পুষ্পাঞ্জলীর পরে শোভাযাত্রা করে মহাসমারোহে করা হলো ঘট বিসর্জন নলহাটি নেতাজি রোডের জগদ্ধাত্রী পুজোর
দশমীর পুজো এবং পুষ্পাঞ্জলীর পরে শোভাযাত্রা করে মহাসমারোহে করা হলো ঘট বিসর্জন নলহাটি নেতাজি রোডের রক্ষা কালী মন্দিরের জগদ্ধাত্রী পূজার। আজ দুপুর দুটো নাগাদ নলহাটি রক্ষা কালী মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয় জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনের, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও নলহাটির সহদেব ও অলকানন্দা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মহাসমারোহে আয়োজন করা হয়েছে নলহাটি নেতাজির রোডে রক্ষা কালী মন্দিরের জগদ্ধাত্রী পুজোর।