হলদিয়া: ফুটবলের পর এবার রাজ্যের সরকারি ও বেসরকারি ডাক্তারি পড়ুয়াদের নিয়ে ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্ট হলদিয়ায় বালুহাটায়
ফুটবলের পর এবার রাজ্যের সরকারি ও বেসরকারি ডাক্তারি পড়ুয়াদের নিয়ে ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্ট হলদিয়ায়। তিন দিনের এই টুর্নামেন্টের আয়োজক হলদিয়া ইন্সটিটিউট অব ডেন্টাল সায়েন্সেস এন্ড রিসার্চ। সোমবার সন্ধেয় ৭ টা হলদিয়া ডেন্টাল কলেজ 'ব্লিটজ ২০২৫' ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। রাজ্যের ৯টি কলেজের ডাক্তারি, হেল্থ সায়েন্স ও ফার্মাসি পড়ুয়াদের নিয়ে বালুঘাটায় বিসি রায় হাসপাতালের পাশে ডেন্টাল কলেজ ময়দানে রাতদিনের ওই টুর্নামেন্ট শুরু হয়।