নলহাটি ১: শেরগ্রাম কুশিপুর প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির
শেরগ্রাম কুশিপুর প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির। আজ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ নলহাটি থানার অন্তর্গত শেরগ্রামে শেরগ্রাম কুশিপুর মিলন সেবা সমিতির উদ্যোগে সেরগ্রাম কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল আইনি সচেতনতা শিবিরের। এই আইনের সচেতনতা শিবিরে আজ উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ডিস্ট্রিক্ট জাজ নিরুপমা দাস ভৌমিক সহ অন্যান্য আধিকারিকরা।