আমবাসা: 'বিকশিত ভারত ২০৪৭' কর্মসূচিতে সাড়া দিয়ে ডলুবাড়ি গেইট স্কুলে এনএসএস-এর রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্ত দিলেন ২০ জন
বিকশিত ভারত ২০৪৭ এই বিষয়কে সামনে রেখে গত ২৮ শে ডিসেম্বর থেকে ডলুবাড়ি গেইট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী এন এস এস এর বিশেষ ক্যাম্পিং। সাতদিনের এই বিশেষ ক্যাম্পিং উপলক্ষে মঙ্গলবার পঞ্চম দিনে ডলুবাড়ি গেইট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর এন এস এস এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। চারা গাছে জল সিঞ্চন ও প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে রক্তদান শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবিরের উদ্বোধন করেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাস দেব,