বারাবনী: আসানসলে সাংবাদিক সম্মেলন করলেন AIMIM নেতা দানিস আজিজ
আসানসলে সাংবাদিক সম্মেলন করলেন AIMIM নেতা দানিস আজিজ আসানসোল স্থিত রবীন্দ্র ভবনের পাসে কাফি হাউসে আজ বিকাল ৪টায় এক সাংবাদিক সম্মেলন করলেন AIMIM পার্টি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দানিস আজিজ। তিনি জানান যে আসানসোল রেল পার এলাকার ২৬নং ওয়ার্ডে গত বিধানসভা নির্বাচনের সময় প্রায় ৪৭লক্ষ টাকা খরচে একটি কমিউনিটি হল করার কাজের শিলান্যান্স করা হয়েছিল কিন্তু সে কাজ আজ পর্যন্ত করা হলো না তার সাথে তিনি অভিযোগ করেন যে সে জায়গা জমি মাফিয়া দারা বিক্রি করা হচ্ছে