এগরা ১: বদলি মামলায় DPSCর অস্তিত্ব নিয়ে প্রশ্ন হাইকোর্টের,আদালতের নির্দেশের পরেও যোগ দিতে পারলেন না কসবা স্কুলে শিক্ষিকা
পূর্ব মেদিনীপুরের এগ্রার কসবা শীতলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা নিলাঞ্জনা মাইতি ২০১৪ সালে তিনি চাকরি পান পরে বদলি হন একাধিক স্কুলে |কত বছর জেলার সংসদ সচিব তাকে আরও একবার বদলি সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন শিক্ষিকা |গত সোমবার হাইকোর্টের বিচারপতি ডিপিএসসির আইন সম্মতভাবে গঠিত নয় বলে শিক্ষিকাকে পুরনো স্কুলে যোগ দেওয়ার নির্দেশ দেন |কিন্তু স্কুলে যোগ দিতে গেলে শিক্ষিকার কাছে ১৫ দিন সময় চাওয়া হয়।