কুশমুণ্ডী: বিপ্লব মিত্রকে কুরুচিকর মন্তব্য সুকান্তর, কুশমন্ডি থেকে তৃণমূলের কড়া বার্তা, সুকান্তর মন্তব্যে ধিক্কার জাহাঙ্গীর আলমের
গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে এক অনুষ্ঠানে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেতা তথা কুশমন্ডি ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁর সঙ্গে কথা বললে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সুকান্ত মজুমদার বিপ্লব মিত্র সম্পর্কে যে অরুচিকর মন্তব্য করেছেন, তার নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি।”