বাসন্তী: জ্যাঠতুতো শ্বশুরের ভোটার কার্ড,আধার কার্ড নিয়ে এদেশের ভোটার ও আধার কার্ড বানিয়ে নেওয়ার অভিযোগ উঠল।এসডিও অফিসে অভিযোগ।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা ক্যানিংয়ে নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত বাসিন্দা জয়নাল গাজীর অভিযোগ তাঁর ভাইয়ের জামাই সফিক গাজী যাঁর বাড়ি বাংলাদেশে।বছর কয়েক আগে এ দেশে এসে এখানকার মেয়েকে বিয়ে করে।বছর দুই তিনেক আগে সে জ্যাঠতুতো শশুরের ভোটার কার্ড আধার কার্ড নিয়ে এদেশের ভোটার ও আধারকার্ড বানিয়েছে। যেখানে সফিক গাজীর বাবার নাম দেওয়া হয়েছে জয়নাল গাজী।এবিষয়ে ইতিমধ্যে ক্যানিং sdo অফিস ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন জয়নাল গাজী।