হবিবপুর: বুলবুলচন্ডীতে ICDS এর উদ্যোগে গর্ভবতী ও প্রসূতি মায়েদের অংশগ্রহণে কুইজ,অন্নপ্রাশন -সাধ ভক্ষণে জমজমাট পুষ্টি মাস উদযাপন
হবিবপুর আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে বুলবুলচণ্ডী দেশোয়ালি পাড়া এলাকায় পালিত হলো “পুষ্টি মাস”এদিনের মূল উদ্দেশ্য ছিল পুষ্টি সম্পর্কিত মায়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর আইসিডিএস-এর কর্মীসহ স্থানীয় মহিলারা, আঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের উদ্যোগে শিশুদের জন্য আঁকা–আঁকি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুষ্টি বিষয়ক আলোচনার আয়োজন করা হয়,এই উপলক্ষে গর্ভবতী মহিলাদের সাধ ভক্ষণ করানো হয়। শিশুদের অন্নপ্রাশনের দৃশ্য নজরে আসে