খানাকুল ১: রেললাইনে উদ্ধার ব্যক্তির চার টুকরো দেহ,ট্রেনের ধাক্কায় মৃত্যু বলে অনুমান,চাঞ্চল্য বলুন্ডি এলাকায়
রেললাইনে উদ্ধার ব্যক্তির চার টুকরো দেহ,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে আরামবাগের বলুন্ডি এলাকায়।স্থানীয়রা দেহ পড়তে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।প্রথমে তার পরিচয় পাওয়া না গেলেও পরে জানা যায় মৃতের নাম সুব্রত চিনা(৪২)বাড়ি হাট বসন্তপুর এলাকায়।তবে কিছুদিন ধরে মুথাডাঙ্গা এলাকায় থাকতেন তিনি।সেখান থেকে কয়েকদিন আগে বেরিয়ে গিয়েছিলে।অনুমান,এদিন সকালে আরামবাগ–হাওড়া গামী ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।পুলিশ দেহ উদ্ধার করে।মৃত্যুর কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।