ময়ূরেশ্বর ১: ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবস পালন ডাবুকে
ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবস পালন করা হলো বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত ডাবুক শাখার পক্ষ থেকে। মূলত এদিন বাম নেতৃত্বরা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নভেম্বর বিপ্লব দিবস পালন করলেন। আজ বৈকালে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত ডাবুকে কমরেড ধানু সরেনের উপস্থিতিতে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক নভেম্বর দিবস পালন করা হলো, এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বাম নেতৃত্বরা।