গণ্ডাছড়া: গন্ডাছড়া মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটি
রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে আজ দুপুরে গন্ডাছড়া মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটি। গত ৯ ও ১০ সেপ্টেম্বর থেকে সোশ্যাল মিডিয়াতে জাতি ও উপজাতি উভয় অংশের মানুষের মধ্যে উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে।