ভগবানগোলা ২: ভগবানগোলা টু ব্লকে স্বয়ংবর গোষ্ঠীর ভোটে নজিরবিহীন নিরাপত্তা,oc অরিজিত ঘোষের কড়া নজরদারি
ভগবানগোলা টু ব্লকের দুটি অঞ্চলের স্বয়ংবর গোষ্ঠীর ভোটে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। নসিপুর ও বালিগ্রাম অঞ্চলের ভোটকে কেন্দ্র করে যেন বিধানসভা ভোটের মতোই চূড়ান্ত নিরাপত্তার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিত ঘোষ মহাশয় সকাল থেকে নিজে দাঁড়িয়ে থেকে পুরো ভোট প্রক্রিয়ার ওপর নজরদারি চালান।ভোটকেন্দ্র ঘিরে ছিল বিপুল পুলিশ মোতায়েন। প্রয়োজনের থেকেও বেশি পুলিশ বাহিনী মোতায়েন করে নিশ্চিত করা হয় যে, কোনওরকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। ব্ল