নন্দীগ্রাম ১: ৯-১৬ডিসেম্বর অঙ্গীকার যাত্রা সফল করতে আজ নন্দীগ্রামে অনুষ্ঠিত হল মত বিনিময় সভা
দেশ জুড়ে ভয়াবহ নারী নির্যাতনের বিরুদ্ধে নারীর মর্যাদা রক্ষার্থে জাগো নারী জাগো বহ্নিশিখার উদ্যোগে আগামী ৯-১৬ডিসেম্বর অঙ্গীকার যাত্রা সফল করতে আজ নন্দীগ্রাম BMT শিক্ষা নিকেতন মত বিনিময় সভা অনুষ্ঠিত হল।উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক গৌতম ত্রিপাঠি,শিক্ষক সৌরভ কুমার গিরি শিক্ষিকা সাগীরা খাতুন,সংগঠনের জেলা সম্পাদিকা প্রতিমা জানা,সহ অন্যান্য নেতৃত্ব গন। সঞ্চালনা করেন শিক্ষিকা প্রগতি খাটুয়া। উপস্থিত নেতৃত্ব গন সকলকে এই অঙ্গীকার যাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান