ময়না: কালাগন্ডা গ্রাম বন্ধুদের সঙ্গে পুকুরে ঝাঁপ দিতে গিয়ে মৃত্যু হল ৪র্থশ্রেণীর ছাত্রের,মৃতদেহের ময়না তদন্ত তমলুক হসপিটালে
পূর্ব মেদিনীপুর জেলার শ্রীকন্ঠ কালাগন্ডা গ্রামের বাসিন্দা শংকর মান্নার এগারো বছরের ছেলের চতুর্থ শ্রেণীর ছাত্র সুদীপ্ত মান্না পুকুরে বন্ধুদের সঙ্গে ঝাপ দিচ্ছিল হঠাৎ এই বন্ধুরা লক্ষ্য করে সুদীপ্ত জলে ডুবছে তারা স্থানীয়দের ডেকে সুদীপ্তকে জল থেকে তুলেমান হসপিটালে নিয়ে গেলে চিকিৎসাগ্রাম মৃত বলে ঘোষণা করে পুলিশে মৃতদেহ উদ্ধার করে তমলুক হসপিটাল এ ময়না তদন্তের জন্য পাঠায় |