জগৎবল্লভপুর: হাওড়া জগৎবল্লভপুর পাতিহাল এলাকায় পুলিশ গোপন সূত্র খবর পেয়ে চুলায় মদের থেকে অভিযান
হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল এলাকায় জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আজ গোপন সূত্রে খবর পেয়ে জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ একটি টিম জগৎবল্লভপুরের অন্তর্গত পাতিহাল এলাকায় একটি চুলায় ঠেকে অভিযান চলায় এবং সেখানে পুলিশের তরফ থেকে চুলায় ঠেকে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয। পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়।