ময়না: ৪৬৫ বছরের ময়নাগড়ের রাসযাত্রা উপলক্ষে রাসমঞ্চের ধর্মীয় আচার মেনে শুদ্ধিকরণ ও সংস্কার সাধন
৪৬৫ বছর ময়নাগড়ের রাসযাত্রা উপলক্ষে রাস মঞ্চের ধর্মীয় আচারনে সংস্কার সাধন করা হয় |রাজবাড়ির কুলো দেবতার শ্যামসুন্দর জিও কে নৌকা করে রাসমন্দিরে আনা হয় তারপর যজ্ঞ করে কাসর সংকর ধ্বনি মন্ত্র উচ্চারণের মাধ্যমে রাস মন্দিরের সংস্কার করা হয় আগামীকাল ভোর পাঁচটায় রাজবাড়ীর খুলে দেবতার শ্যামসুন্দর্য আলোক সজ্জিত নৌ বিহারী রাস মন্দিরের প্রবেশ করবেন বলে জানালেন পুজো কমিটির কোষাধাক্ষ সৌমিত্র নায়ক |