কাঁকসা: SIR এর ফর্ম নিয়ে বসে তৃণমূল নেতা,ভাইরাল ছবি নিয়ে কাঁকসা BDO অফিস ঘেরাও BJP কর্মীদের,খতিয়ে দেখার আশ্বাস কাঁকসা BDO-র
SIR এর ফর্ম নিয়ে বসে তৃণমূলের নেতা কর্মীরা।সমাজ মাধ্যমে পোস্ট হওয়া ভাইরাল ছবি হাতে নিয়ে কাঁকসার BDO অফিস এর গেট বন্ধ করে বিক্ষোভে বসে বিজেপি কর্মীরা। জানা গেছে গত মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর। সেইমতো মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কাঁকসা ব্লকেও বাড়ি বাড়ি এস আই আর এর ফর্ম বিতরণ করার কাজ শুরু হয়েছে। তবে বুধবার সন্ধ্যায় কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী কার্তিক সিং ও এক পঞ্চায়েতের সদস্যকে এসআইআর ফর্ম নিয়ে বসে