দুবরাজপুর: তরুণ গড়াইয়ের অনুগামীদের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ রাধেশ্যাম ঘোষের
দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গী গ্রামে জমি নিয়ে সংঘর্ষে উত্তেজনা। আহত চারজনকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে দু’জনকে সিউড়ি সুপার স্পেশালিটিতে স্থানান্তরিত করা হয়। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রমের অনুগামী রাধেশ্যাম ঘোষের অভিযোগ, তৃণমূলের ব্লক যুগ্ম আহ্বায়ক তরুণ গড়াইয়ের অনুগামীরা বেধড়ক মারধর ও বাড়ি ভাঙচুর চালায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।