ময়ূরেশ্বর ২: কলেশ্বর মন্দিরে ষাটপলসা গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন
রামপুরহাট স্বাস্থ্য জেলা আধিকারিকের নির্দেশমতো ময়ূরেশ্বর থানার অন্তর্গত কলেশ্বর শিব মন্দিরে আজ সারাদিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ষাটপলসা গ্রামীন হাসপাতাল টিম। এদিন মূলত কলেশ্বর সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বয়সী নারী পুরুষ তাদের নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করালেন, এছাড়াও এই শিবিরে বিভিন্ন রকম টেস্ট থেকে শুরু করে চক্ষু পরীক্ষারও ব্যবস্থা করা হয় আজ।