ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরে বিশ্বকর্মা পুজোর থিম "অপারেশন সিঁদুর"
থিমের পুজো বললেই কেবলমাত্র দুর্গাপুজোর কথাই মনে পড়ে সকলের। কিন্তু এবার বিশ্বকর্মা পুজোতেও দেখা গেল থিমের পুজো মন্ডপ। বুধবার বিকেল চারটার সময় দেখা গেল ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে ঝাড়গ্রাম শহর তৃণমূল টোটো ইউনিয়নের বিশ্বকর্মা পুজোর এই বছরের থিম অপারেশন সিঁদুর। পেয়ালাগাঁও হামলার বদলা নিতে গত মে মাসে ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে গুড়িয়ে দিয়েছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। অপারেশনের নেতৃত্ব ছিলেন ভারতীয় দুই মহিলা অফিসার ।